ভারতেশ্বরী হোমসের আঙ্গিনায়
               কোনো এক বিকেলে কিশোরী লিখেছিল
অজানা বন্ধুর কাছে চেনা কিছু কবিতা
কিশোরী চেয়েছিল গোধূলির বর্ণময় স্বপ্ন
কিন্তু সেই স্বপ্ন হয়নি আর জীবন্ত।


সুস্মিতা, তোমার কবিতা এখনো আছে
               আমার নীল আকাশে
কবিতার প্রতিটি শব্দ এখনো জীবন্ত
কিন্তু কবিতার শেষে নেই কোনো ঠিকানা।


ভারতেশ্বরী হোমসের আঙ্গিনায়
               এখনো খুঁজে পাই সুস্মিতার স্পর্শ
আমার খোলা চিঠি তাই
               সুস্মিতা তোমার জন্য


কিশোরী তোমার কবিতা কখনো হবেনা মলিন
কিশোরী তুমি এখনো দুরন্ত, তাই
               অপেক্ষা সুস্মিতা তোমার জন্য।