আমার  স্বপ্ন অনেক ক্ষুদ্র
আমি তোমাদের মতো বিস্তৃত স্বপ্ন লালন করি না।
তোমাদের স্বপ্নগুলো আবেগপূর্ণ
তোমরা দীপ্ত কন্ঠে সেই স্বপ্নের কথা বলো।

কিন্তু আমি বলছি মৃদু কন্ঠে
আমার স্বপ্নের কথা, আমার সেই ক্ষুদ্র স্বপ্নের কথা।
সেই স্বপ্ন যা পূর্ণ করছে
আমার নিজ সত্ত্বাকে সর্বক্ষণ,
আমি তার ঘ্রাণে ডুবে থাকব একদিন নয়, দুদিন নয় সারাজীবন।।