জন্মেছি মাগো
সোনার কাঁকর হয়ে
সহসা হয়নি শেষ ক্ষয়ে,
কষ্টের বাজারে করি যাচাই
সোনা - কাঁকর বোঝা দাই ।
তুমি সোনা ছিলে ভুবনে
কাঁকর হলাম অজানা কারণে,
অচেনা এক প্রকৃতির উপহাস
ত্যাগের চক্রে নিয়তির পরিহাসে ।
অদৃশ্য কান্নার কোলাহল বাজারে
সদাই করি কিছু দুঃখ অনাহারে,
বেচাকেনা ভর দুপুরে
সাঙ্গ হয় আপন ঘরে ।
সোনার কাঁকর ফুটা ফুল
অকূল পাথারে ভাসি সীমাহীন কূল,
কূলে র কিনারে মাগো অথৈ জল
ঐ জলেতে ডুবে গেল
সোনার কাঁকর মল ।