প্রিয়ভাষিণী ,
জানো কি ?
বাংলায় প্রেমের কত গুলো শব্দ এবং সমার্থক শব্দ রয়েছে ?
আমার জন্যে না হয় জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন বরাদ্দ থাকুক !
আচ্ছা এই জানো ?


প্রেমের কত গুলো অক্ষর রয়েছে ?
আমার জন্যে মাত্র চার টাই রেখে দিও প্রিয়া ।


নিশ্চই জান ,
তোমায় নিয়ে লিখা গীতিকবিতা , পদ্য , গদ্যে
সব মিলিয়ে চার লাখের অধিক শব্দ রয়েছে ,
আমার জন্যে নাহয় চার অক্ষরি থাকুক ,
একটাই শব্দ ,
ভালবাসি !