চাঁদের চোখে চোখ রেখে,
বেখেয়ালি মনে ভাবছিলেম,
চার খুটিয়া খাড়াখাড়ি,
মুঠি মুঠি খড়ের ছাওয়া ঘরে,
ভাজ্ঞা জানালার একপাশ দিয়ে,
কত আধারিত আলো,
আজ্ঞুল তুলে দেখায়তে,
মোর জানতে বাকি রইলো,
এক চাদ কত আলো দেই,
এক চাদ কত আধারে রই,
মোর তো কিছুমাত্র নাই,
পাইলামনা ও জোস্যনাটারে,
রাত্র্যন্ধ ছায়ার মতো দেখায়,
আমারে দেখাইলো একাই।