কোন কাজে মন বসে'না একলা একা ঘরে,
বন্ধু আমার না বুঝিয়া রইল দূরে দূরে!!হায়রে  


কত সুখের স্বপ্ন আঁকি নিত্য আমার চোখে,
হৃদয় জুড়ে তার বিচরণ বুঝেও না বোঝে!
স্বপনে আসিয়া বন্ধু ভাসায় প্রেমের বানে,
ঘুম ভাঙিলে নয়ন দুটি ভাসে গো শ্রাবণে!!
মন-আকাশে বন্ধুর ছবি।। চাঁদের মতো ভাসে!


কত দিনের কত কথা আমার মনে পড়ে,
একবারও কি হয়'না স্মরণ পাষাণ ও'হৃদয়ে!
কত আশা ভালোবাসা সাজাইলাম এ'বুকে,
বন্ধু কভু না বুঝিল কেমনে থাকে ভুলে!!
দুঃখ রইল মনের ঘরে!! প্রাণ বন্ধুর পিরিতে।


গান : কোন কাজে মন বসে না
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন