আমি যদি যাই মরে- জানবে না তুমি,
পড়বে না মনে আমায়- মুছে যাবে স্মৃতি।।
হবে না আর শেষ দেখা,
বুকে রবে সেই ব্যথা।
বুঝবে না কোনভাবে- কতো ভালোবাসি।


প্রেম হয়ে এসে ছিলে- জীবনের পহেলায়,
বসিয়ে ছিলাম তোমায়- হৃদয়ের মনিকোঠায়।।
ছলনা'য় ভেঙে'ছো মন
ভাবো'নি প্রয়োজন,
মিথ্যে দোষী করে- সেজে'ছো অভিমানী।


মিথ্যে হলে তুমি- মিছে'ই ভালোবাসা,
ভেঙে দিলে স্বপন- হারিয়ে গেল আশা।।
চৈত্র খরা এ'বুকে,
তুমি থেকো মহাসুখে।
ভাসে না আমার চোখে- কোন'ই সুখের ছবি।


গান - আমি যদি যাই মরে
লেখক ও সুর - নাঈম জাহাঙ্গীর নয়ন