মা জননী চোখের মণি
জান্নাতের আলো,
তোমায় না দেখিলে মাগো
মন হয়ে যায় কালো।
নবীর পরে তুমি দামী
করেছে মা রব,
এ ধরাতে আমার কাছে
তুমিই মা সব।
নাছোড় ছেলে তোমার আমি
নেই তুমিহীন ভালো,
তোমার মুখ যে আমার কাছে
জান্নাতের ঐ আলো।
তোমার দোয়ায় ভাগ্য বদল
হয় তনয়ের জানি,
তাইতো তুমি মাগো আমার
দুই নয়নের মণি।
চাইনা মাগো থাকতে আমি
তোমায় হীনা ভালো,
আমার কাছে শ্রেষ্ট তুমি
জান্নাতের-ই আলো।
সন্ধ্যাঃ৭:১৭মিনিট
তারিখঃ২৪/০৪/২০২৪ইং