তবু সেই পথ চেয়ে ঘোর অপেক্ষা,
কভু যদি চরন পড়ে,তার প্রতিক্ষা।
সৃষ্টির বিধানে এই প্রেম,মৃত্যুর আলিঙ্গন,
ধীরে ধীরে ছুঁয়ে দেয় সময়ের সীমারেখা।
তবু ক্ষনে ক্ষনে ভালোবাসারই অতৃপ্তি,
অতীতই দেখায় স্মৃতির সমষ্টি।
জগৎ ধারণে মোর এতো মায়া,
তবু কেন জনম অতৃপ্তির বাঁধন।
নিভৃত মোমের আলোতে নৈশভোজ,
মাঝে মাঝে তাহারই আত্মক্রোদ।
যাহার পানে চাহিয়া নিশি করে ভোর,
কিরণ তাহা পূর্ণ করে মায়ারই বন্ধন।
তবে মোর মায়ার বন্ধনে আবরণ তাহার,
যতনে রাখিবো মোর বক্ষে সইবো তাহারই ধাঁচ
জনম জনম হাটিব চরনে ধূলো মেখে,
ধূলোতে স্মৃতির স্নিগ্ধ জাগরণ মায়ার সেই পথে।