যদি কখনো শূন্যতায় বুক ফুপে উঠে বদ্ধ জায়গা সীমাবদ্ধ এই দেহের জন্য,
আমি বারংবার লঙ্ঘনের বিরুদ্ধে অভিযোগ করি,
অস্বীকার করি এই সমাজতন্ত্রের নিয়মকে।
সময় বারংবার শহরের এই নিয়মকে অপেক্ষা করিয়ে রাখে,
আমি বার বার হারিয়ে যাই সীমাবদ্ধ দেহে।
তবু যেন আমাকে খুঁজে পাচ্ছে কই?
আহা!আমি যে সেই বদ্ধ জায়গায় সীমাবদ্ধ দেহেতে রই।
আমি বারংবার আঘাতেও লঙ্ঘন করি,
সহস্রবার প্রতিরক্ষাও করি,
করছি বার বার জন্ম বাঁচানোর বৃথা চেষ্টা।
জীবন তো মাত্র একবার বাঁচার ধার,
সময় যে খাচ্ছে লুটে ফুটে, করছে জন্ম পার।আমি বারংবার ফুপিয়ে উঠি,
মুক্তি পাওয়ার ভয়ে কুঁকড়ে মুকরে যাই,
যা হারিয়েছি তা না হারিয়ে তাতে বারংবার হারাতে চাই বলে।
আমি যে এই মন নিয়ে বদ্ধ জায়গায় সীমাবদ্ধ দেহে বার বার জন্মাতে চাই,
আমি বারংবারই হারাতে চাই সীমাবদ্ধ দেহ হারানোর ভয়ে।
আমি বার বার জন্মাতে  চাই এই দেহে জন্মানো সত্য প্রণয় হারানোর ভয়ে।
আমি বারংবারই বাঁচতে চাই আমাতে থাকা তোমার অস্তিত্ব হারানোর ভয়ে।
সময় যদি আমাদের কোনদিন কাকতালীয় ভাবে আবার মিলিয়ে দেয় এই সত্য ভালোবাসার প্রাঙ্গনে।
আমি যে বারংবারই এই দেহে শত জন্মের উপহারে  তোমার অস্তিত্ব চাই,
শত সুখ তিরস্কার করে বার বার তোমার অসুখে মরণাপন্ন হয়ে সহস্র সুখে মৃত্যু যন্ত্রণাকে আপন করতে চাই বার বার।