সেদিন তুমি যখন বিচ্ছেদ দাবি করেছিলে;
মুঠোফোনের অপাশে কেউ
হাসি মুখে,জল চোখে
হেরে গিয়েছিল নিজের কাছে।
নিজেকে প্রচুর ভাবে ভেঙ্গে দিয়ে
মুক্ত করে দিয়েছিল তোমাকে।
আবার যখন সেদিন বাতিঘরে দেখা!
প্রায় দুটো বছর পেরিয়ে গেছে
তোমার টানা চোখ,উচুঁ নাক
নাকের নিচের লোম,
সবই যেন আগের মতো রয়ে গেছে।
শুধু এখন আর রাগ হলেও নাক ফুলে না,
নাকের নিচে ঘাম জমে না।
হঠাৎ কেউ চমকে দিয়ে চুল টানে না।
জানোতো,
আমি সেদিন কেমন আছো এর জবাব খুজেঁ পাইনি।
তবুও ভালো আছি ভালো থেকোতেই সেই আলাপের ইতি টেনেছি।
তুমি নতুন প্রেমে খুশি ভীষণ।
তুমি ছেরে যাওয়ার পর
আমিও প্রেমে পরতে চেয়েছিলাম।
পারিনি,আমার কাছে তুমিই আপন।