ভেঙ্গে যেতে যেতে ভাবি
আর কতটা ঠিক ভাঙতে পারি !
আর কতটা ভেঙ্গে  গেলে আকাশ দেবো পাড়ি।
ভুলে যাবো বকুলতলা, ছাই মাখানো বাড়ি!
বাড়ির ভেতর তুমি,তোমার ভেতর আমি
আমার ভেতর মৃত্যু!


তোমার মনে থাকবে এই শেষ মুহূর্ত ?
আমাকে একটু জড়িয়ে ধরো,
স্পর্শ করো,
আমাকে চুমূ খাও,ভেঙে দাও।
এই মুহূর্ত থেকে যাও।


আর  বেশি নয় দু-এক প্রহর বাকি ।
একি!
তুমি,তুমি,তুমি!
ভাবছ তুমি,কাঁদছ তুমি,
হাসছো তুমি,এত্বগুলো তুমি !
আমার পুরোটা মস্তিষ্ক জুড়ে তুমি
অথচ কোথাও তুমি নেই।