একদিন মধ্যরাতে নিজেকে আচ্চা করে ভিজিয়ে নিবো বৃষ্টিতে,
একদিন না হয় একশো তিন জ্বরে পুরে যাক দেহ;
একদিন কদমগুচ্ছ তোমার খোঁপায় গাথার ইচ্ছে পুষবো মনে,
একদিন না হয় কদম হাতে ভিজবো গোপনে;
একদিন তুমি ভেবে গিলে নিবো আকাশ থেকে ছুটে আশা প্রতিটি বৃষ্টির ফোটা,
একদিন না হয় হোক আউশের খেতে খরা।;
একদিন জানালা পেরিয়ে বৃষ্টির ফোটায় ভিজে যাক তোমার মুখ,
একদিন আমি না হয় বৃষ্টি হয়েই মাপবো খানিক সুখ;
একদিন আমার সারাটা আকাশ মেঘলা হোক,
একদিন না হয় বৃষ্টিটা তোমার থাক;