মাজ রাইতে হঠাৎ বুকখান মোচর দিয়া উঠলো,
মনে হইলো তুমি আমারে আর ভালোবাসো না।
মিসিসিপি কোন দেশের নদী!তুমি জানোনা!
সংসার বুঝো,এহন আর কপালে টিপ পরো না।
মাজ রাইতে হঠাৎ বুঝলাম,
আমারে এক মুহূর্ত মনে করার তোমার একচিমটি সময় নাই।
চোখের নিচ কালা হইলো,তোমারে না পাইবার দুঃখে বুকে রক্ত জমলো,মাথায় ক্যান্সার হইলো
তোমার জানা নাই।
মাজ রাইতে হঠাৎ জানলাম,
আমি অংকে কাঁচা।রাজনীতি বুঝিনা,মেরুদণ্ডটাও বাঁকা।
তুমি কেবল জানলা না তোমারে ছাড়া আমি আর কিছুই বুঝিনা!
এতকিছু বুজলাম,জানলাম
কেবল তোমার সমস্ত সৃতি পায়ে মারিয়া,স্বার্থপর হইলাম না।
তোমারে ভুইলা যাইমু কসম খাইয়া,এক মুহূর্ত ভুলতে পারলাম না।