একবার পাইতাম যদি সঙ্গ তোমার
চাহিয়া রহিতাম তোমার নয়ন পানে ।।
মুক্ত আকাশে মেলিতাম পাখা
যাইতাম ছুটে গগন তলে,
ফিরিতাম তবু তোমাতে সখা
কইতাম তোমায় আলতো করে
মেঘ করেছে আমার আকাশ জুড়ে
চাতক পাখি কেমনে রহিছে চেয়ে,
মুষলধারে পরিবে বৃষ্টি অশ্রু হয়ে আঁখি জলে
আসিবো আবার আমি তোমাতে ফিরিবার কালে
ধরিয়া সংলাপ ডাকিবো তোমায় আমার গানে,
একবার পাইতাম যদি সঙ্গ তোমার
হারাইয়া যাইতাম তোমার বক্ষতলে ।।