উড়ে যায় ধূলি মরুভূমির মাঠে
আমি আছি একা কেউ নাই পথে,
আসবে কি তবে; যাবে কি সাথে ?
দূর থেকে দেখা যায় মরীচিকা রাতে।
যেতে হবে তাড়াতাড়ি সময় নেই হাতে
বাড়িয়ে দাও হাত দুটি; কি ক্ষতি তাতে !
অসংকোচ বোধ তবু এই অবুঝ মনে
অসংগতি কেটে উঠুক নিশ্চুপ ক্ষণে,
ভেঙে যাক নিস্তব্ধতা ঝরে পড়ুক গানে
পথের কতো মায়া শুধু পথিকরাই জানে ।।