সাইকেলের স্ট্যান্ডটা নামিয়ে
পুকুর পাড়ে আনমনে দাঁড়ালাম,
মেঘলা আকাশ সূর্যহীন দুপুর
হালকা ঠান্ডা হাওয়ার অভিযান
জামার বোতামের ফাঁক খুঁজে
প্রবেশে শিহরণ তুললো শরীরে,
মন জুড়ে এক শান্তির প্রাপ্তি
এক ক্লান্ত পথিকের বিশ্রাম।


চোখ দুটো ধোঁয়াশা অপরিষ্কার
কপালে হাত তুলে নির্বাক স্বরে
কিছু প্রশ্ন ছুড়ে দিলাম অকপট
নিস্তেজ নির্জন সেই নদীর পাড়ে,
কি জানি কেউ শুনলো কিনা !
নিস্তব্ধতার সুর গাইলাম জোরে
হঠাৎ পশ্চিমা বায়ু দুর্বার হয়ে
তীব্রগতিতে অগ্রসরে হলো উদয়,
তখন কে যেনো বলে গেলো কানে
কেউ যেতে চাই না তবু চলে যেতে হয় ।।