একদিন চন্দ্রাবতী হবো!
প্রতিদিনকার টুকরো  টুকরো কষ্ট জমে পাহাড় হোক;
হিসেবের জটিল আবর্তে নিরানন্দ জীবন;
বেঁধে রাখা সময়ে তাই সীমাবদ্ধ অর্জন।
অপার্থিব ভালোবাসায় মিলুক দৈন্যতা ভরা চোখ।
ঠিক এমনি সময়...
পুরনো পরিচয় ধুয়ে-মুছে ফেলে
     জ্যোৎস্নার ভিতর হবো একাকার।
এক আকাশ আলোয় ডুব দিতে দিতে
     ঘ্রাণ নেব ঐ সন্ধা-তারার।
ঠিক সেদিন থেকে...
বিশাল কালিমালিপ্ত পৃথিবীর বুকে অবিরত ঝরতে থাকবে
মোহময় নীল-রুপালি স্নিগ্ধ চাঁদের জ্যোৎস্নামাখা বৃষ্টি!