অনন্ত শোকের গাঢ় কাজল তোমার দুচোখে
মৃত্যুময় কারাগারের নিবিড় অন্তরে
নির্লিপ্ত শরীরে এসে দাঁড়িয়েছ তুমি
তুমি, সে মানুষের নামে, সে চলে গেছে
তাকে মনে রেখে , চাওনি অহেতুক সুবিচার
শুধু বলেছিলে ,
এ অজানিত কষ্ট , এ রাতের প্রতিজ্ঞা , এভাবেই থাক
বিকেলের ছায়াঘেরা পথে নিঃশব্দে হেঁটে যাওয়ার মতই
এ বিরাগ চিরকালের
এ শোকপালন নিয়ম অনুসারে
এখানে সূর্য্যাস্তেরি জয়গান
এখানে নিজের মতই রাত হয়
আমরা পণ রাখি অনাবশ্যক ।


দুরত্বের স্মৃতি তোমায় ক্রমান্বয়ে ডাকবে
ঘরের মধ্যে ঘর , থাকলেও
নামের মধ্যে নাম , সে জেনে নিও
আসতে দিও অকালমৃত্যু
আমি হেঁটে যাব এই কঠিন কারাগারে
স্তিমিত নিঃশ্বাসে তোমার নাম নিয়ে
কেউ জানে না কোথাও
এই দুর্বোধ্য সমবেত গায়কীতে
মানুষের পুনরুজ্জীবন , তোমারি একান্ত দায় ।


তুমি হাত ধরেছিলে অসহায়তায়
তাও ক্ষমা তোমার আসেনি
দয়াও তুমি দেখাওনি
চলে গেছে তারা
যারা চলে যেতে চেয়েছিল
সময়ের ক ঠিন নিয়ম মেনে
রাত এসেছে অকাল পূর্ণিমায়
আমাদের নিয়ে যেতে
আরো দূরে ।