চিন্তন রেখা , হোক অস্পষ্ট , প্রাণপণে খুঁজেছি আমি
যে সঙ্কেতে আমি এই শরীর নদীতে প্রবাহমান ।
যা মনে হয় অসম্ভব , তা ডাক দেয়
নিশ্চিত লেখনীতে , কে এই কাহিনীর রচয়িতা ?
আমি কার সাথে কথা বলি
কে জানে আমার জ্ঞাত অজ্ঞাত রহস্য অবয়ব ?
এক হতে পারি আমি
কিন্তু আমার সময় এখনো আসেনি ,
সে বলেছিল , সবার সময় আসে
সে জানে অদূর কাহন
শব্দ হারিয়ে যায় দুশ্চিন্তা নির্বাপণে
শব্দময়তায় বয়ে যায় অব্যক্ত নীরবতা ।

আমি লিখে রাখি অনিশ্চয়তা
তোমার উপস্থিতিতে  সকলি সাবলীল ,
অভাবনীয় এই নিয়ত মনন
এখানে শুধুই ইঁট কাঠ পাথরের মাঝে আনাগোনা
এখানে নেই পর্যাপ্ত ইহলোক
পরলোক এখানে নিতান্ত অনর্থক ।
পরম শত্রুরও দীর্ঘজীবন এখানে সুচিন্তিত
এই মায়া , মহাকালে মিলায় ।

বিষাদ সন্ধ্যায় , আমি অপেক্ষা করি সংসারের
যে সংসারধর্মে জীবের মোহ কল্পনা ।
কোথাও কালবৈশাখী ধেয়ে আসে
কোথাও কোনো কালো মেয়ে চোখের জল আড়াল করে ।

তোমায় আজীবন ভালবাসি , এ আমি জানি
আমায় জাগিয়ে তুলতে চেয়ে হারিয়ে ফেলো না মাধুর্য্য ।
তুমি পাশ দিয়ে যাও
আমি ধরে রাখি সহজ সংযমে
তোমায় ঘিরে রাখি সরল শুভেচ্ছায়
আমি সাক্ষী তোমার স্বেচ্ছাচারিতার ।
বেলা হয় , আমরা দিন গুণি
কোনো এক দুপুরবেলায়
সুনয়নী , চেয়ে দেখো আমায় ।