জীবন মানে ঝুলন্ত পেন্ডুলাম,
আমি পেন্ডুলাম,তুমি পেন্ডুলাম,
আমরা সবাই একেকটা যাযাবর পেন্ডুলাম,
সময়ের আঁকে-বাঁকে,ঘড়ির কাটার ঘূর্ণিতে
বেগ পালটায়,গতিপথ পালটায়,
বল পালটায়,ভরবেগ পাল্টায় না,
আমি পেন্ডুলাম,তুমি পেন্ডুলাম,জাতি পেন্ডুলাম,
একেকটা নাট্যমঞ্চে অভিনীত সঙ সব,
ধুলিসাৎ করে রাঙাবালিতে দোলায়মান জীবনযাপন,
বেহিসেবি জীবনে হিসাব কষে যায় কত অংক,কত ভ্রমন,
আমি তুমি একই পথ মাড়ায়ে করি জীবনযাপন,
আহারে জীবন!আহারে জীবন,
কোথায় রইলি মগ্ন হয়ে,কোথায় হারালি কোন বাঁকে,কোথায় কোন অপযশে কুড়াচ্ছিস ডালিম ফল,আমি ত দেখি না,আমি ত দেখি না,
শুধু সময়ের গতিতে, স্বপ্নের পরিবর্তনে,আশার কুয়াশায় মোড়ক নিয়ে নতুন লেবাসে নতুন ঠিকানায় শুধু খুঁজি বেহালার সুর,
সেই করুন সুর,তোর সুর আজ বড় বেসুরা,
জীবন বল ত কি করে হইলি তুই পর,এত আনমনা?
পেন্ডুলামের মত দুলিয়ে দুলিয়ে নিয়ে যাচ্ছিস কোথায় কোন লোকে,জানি নাত, সময়ের হিসাব,
সফলতার মোড়কে দিয়ে যাচ্ছিস উপহার ফালি ফালি যন্ত্রনা,
আহারে জীবন!নিষ্ঠুর জীবন,
পথ বদলায়ে যায় নিমিষে,
তুই হতচ্ছাড়া,আমি নাছোড়বান্দা,
ছাড়ব না কোনো দান,
এবার রুখে দাড়াব এন্টিক্লোকে,
পেন্ডুলামের মত ঘুর্ণায়মান জীবনে
লিখে রাখছি প্রতিটি পাতা হিসেব কষে,
আয় বেজন্মা,আয় কপালপোড়া, আয় মাছের মায়েদের দল,
দেখিয়ে দেই তোদের মধ্য অঙ্গুলি,
দেখিয়ে দেব ঘুর্ণিঝড়,নিয়ে রাখলাম পণ,
আহারে জীবন!আহারে কলি!ফুটতে দিলি না অমোঘ বেলায়,
আমার সাজ চুরি করে তোর ময়দান দেখবি হবে ফাঁকা উন্মনা হবি তুই গৃহহীন ছন্নছাড়া,
আয় দূষিত বায়ু,আয় মিথ্যে শপথ,
আয় রাঙা চোখ আরেকবার চোখে চোখ মিলাই,
আয় ধুলিকনা,আয় লোহু দাপটভরা,
কেঁটে দেই সেই নাভী যেথায় জন্মেছিলি,
ঘুর্ণনের ঘুর্নিপাকে,ঝড়ো হাওয়ার ল্যাম্পপোস্টে
কাগজ দিয়ে রুখছি আলো,রুখছি
বাতাস,থামাচ্ছি কোলাহল,দেখবি ধেয়ে আসছে অতল থেকে নিম্নচাপ, রচিত হবে আবার  কালজয়ী উপন্যাশ,এই একবিংশের মন্বন্তরে বাঁচতে পারবি কি শিয়াল?
কোন খেয়ালে পালালি বন্ধু,
দেখ তোর আতশবাজি-হাওয়াইলস্করের
দুয়ার এখন বন্ধ;কেন তবে উঠেছিস দাঁড় বিহীন খেয়ায়,কেন তবে রাঙিয়েছিস কালো হাতে রাঙা আল্পনায়?
কেন তবে স্বপ্নের জালে আটকেছিস স্বপ্নকে?
কেন হঠাৎ কাছে ডেকেছিলি হেনস্তা করবার অভিপ্রায়ে?
পেন্ডুলামের মত জীবনযাপন,
পেন্ডুলামেই তুলে রাখলাম,
সময় নিবে সময়ের বদলা,
জমযের হবে না কখনো অংশগ্রহণ,
কষ্ট দিয়েছিস কষ্ট বিলি করে কষ্ট কুড়ে নিয়েছি আঁতুড়ঘর থেকে,সেই কষ্ট বয়ে বেড়াচ্ছি আজো পেন্ডুলামময়
ঝুলন্ত জীবনে।