আমার পরিচয়
         -নন্দন ভট্টাচার্য


বেদুঈন আমি হারিয়ে গিয়েছি চেনা শহরের বাঁকে,
শহরের অলি-গলিগুলো আজ হাতছানি দিয়ে ডাকে,
চেনা পৃথিবীর অচেনা চেহারা কেবলই দিয়েছে ধোঁকা,
লক্ষ লোকের ভিড়ের মাঝেও আজ আমি বড় একা।
স্বপ্ন যে ছিল এই দুই চোখে পৃথিবী করবো জয়,
সেই চোখে আজ চিনতে পারিনা, আমারই পরিচয়।


স্বপ্ন ছিল যে যাযাবর হবো,ঘুরবো বিশ্বময়,
কি বা  হবে আজ  সাধারণ হয়ে,মরে গিয়ে ভীতি-ভয়ে।
কিন্তু জীবন বড় বিচিত্র, বোঝা যায় না যে কিছু,
বুঝতে না দিয়ে ঘোরে যে নিয়তি, আমারই পিছুপিছু।


নিয়তির কোপে বুঝতে পারি যে হঠাৎই আমি যে একা,
প্রিয়জন আজ দূরে চলে গেছে,বক্ষ করেছে ফাঁকা।

বুঝতে পারি যে আমার ফেরার সময় হয়েছে আজ,
ছেড়ে যেতে হবে যাযাবর যত আনমনে করা কাজ।


কত যে ভেবেছি ফিরে যাব আজ চিরচেনা দুনিয়ায়,
স্বপ্ন যেখানে উঠেছিল বেড়ে,
প্রতিটি বাঁকের গায়।
চেনা পৃথিবীর চেনা মানুষেরা আনন্দ দেয় সদা,
হয়তো তাদের কাছে পেয়ে আমি ভুলবো মনের ব্যাথা।


জগতেতো হায় জেনেও যে সব রয়ে যায় অচেনা,
চেনা মুখোশের আড়ালের মুখ কেন যে যায়না চেনা?
ফিরে যেতে চায় আমার এই মন বেদুঈন দুনিয়ায়,
যেখানে এ প্রাণ মুক্ত-স্বাধীন
মনে নেই কোনো ভয়।


বেদুঈন আমি হারিয়ে গিয়েছি চেনা শহরের বাঁকে,
শহরের অলি-গলিগুলো আজ হাতছানি দিয়ে ডাকে,
চেনা পৃথিবীর অচেনা চেহারা কেবলই দিয়েছে ধোঁকা,
লক্ষ লোকের ভিড়ের মাঝেও আজ আমি বড় একা।
মন পরে আছে যেথানে সবুজ তেপান্তরের ঘাস,
আমি একা বসে চুপিসারে ফেলি ছোট্ট দীর্ঘশ্বাস।