নিভৃতে-নির্জনে
       - নন্দন ভট্টাচার্য


শহরের প্রান্তে আছে রাজপথ,
রাজপথে হেঁটে চলা মানুষের পরিতৃপ্ত মুখে কালিমার বলিরেখা,
দাবদাহ চারিদিকে আর আর্তচিৎকার,
নিভৃতে-নির্জনে তুমি পাশে থেকো খুলে রেখো দ্বার।


মহাকাশের তিমিরের থেকেও কালো এ লীলাভূমি পাপের,
কদর্য্ বাস্তবের কৎসিত রূপ এখানে প্রত্যাশিত।
তাই,শরীরের প্রতিটি কোষে জমে থাকা রন্ধ্র রন্ধ্র পাপরূপ প্রেমকেই বাস্তব বলে মেনে নিতে হয়।


তবু প্রেমময় তুমি নিঃশেষ হয়ে নিভৃতে-নির্জনে পাশে থেকো।


সকল শেষ এক নতুন সকাল এনে দেয়,
পাপী মনের নিষ্পাপ হাসিরা বের হয়ে আসে।
শুধু কিছু অবুঝ চোখেরা কেঁদে ওঠে।


পথের ধুলোয় মলিন হয় স্মৃতিচিহ্ন,
অচেনা পথিক মেঘের ভেলায় ভেসে বেড়ায়।
তারপর কোনো এক মেঘলা দিনে রুক্ষ মাটিতে কয়েক ফোঁটা জল ঝরে পরে।