মুষ্টি বদ্ধ হাত পারে পাথর ভাঙতে
মুষ্টি বদ্ধ হাত পারে আকৃতি দিতে।
আঙ্গুলি হেলন ভ্রমিত করে আমাদের মন
যূথ বদ্ধ আঙ্গুলিতে বল পাই বামন
তুমি যান ,তুমি সব বুঝ-
প্রত্যক্ষী সেই শৈশব থেকে
তবে কেন চুপ, নির্বাক-আন্ধ দৃষ্টি তোমার চোখে
শুধু চোখের সিক্ত জলে,
পারে না ব্যাথা ভুলাতে
সিক্ত চোখে ঝাপসা দৃষ্টি-
দুর্বলের হাসি লাগে না মিষ্টি
শান্ত নদীর সময় আন্তরে,
কার সাহস আছে তার বুক চিরে?
তুমি থেকো না শান্ত যুগ যুগ ধরে
বহু যুগ ধরে আছো তুমি সয়ে
জন্ম তোমার নয় মৃত্যুর পথ চেয়ে।