আবার‌ও জন্ম হোক নজরুল এই বাংলায়


বিদ্রোহী কবি তুমি কি জানো -
আজ‌ও শুনতে পাই না তোমার ব্রজ কন্ঠ
কেউ  আদায়ের জন্য স্বোচ্ছার হয় না
বারবার ভুলতে বসেছে নিজের অস্তিত্ব।
তাই তো তোমার জন্মদিন অথবা প্রয়াণ দিবসে
রং বাহারি কবিতা আবৃত্তির উৎসব জাগে।


মনে হয় এইবার নিশ্চয় একটা না একটা
নজরুল জন্ম হবে এই বাংলার ঘরে ঘরে।
আয়োজন শেষ ব্যাঙের মতো শীত নিদ্রায়
ঘুমিয়ে পড়ে অতল গহ্বরে তলানির তলে।


আবার‌ও কেন জেগে উঠে না দামাল ছেলেরা
অন্যায়, অত্যাচার, নির্যাতন আর জুলুমের
থাবা ভেঙে গুঁড়িয়ে, চিৎকার করে বলবে না,
আমরা আছি ঘুরে দাঁড়াবো, রুক্ষে দাঁড়াবো
শান্তির দেবদূত বলাকা মন হারিয়ে যাবে
ঐ নীলিমায় সাদা সাদা মেঘ ফেনার মতো।


কালো ঘন মেঘ ঘনীভূত হয়ে অঝর ধারায়,
বৃষ্টি  ঝরবে আমাদের মনে প্রজাপতি উড়বে।
কবি তুমি সশরীরে নেই, তাতে কি আসে যায়
চারিদিকে অদৃশ্য কবি অনেক ক্ষমতাধর।
তোমার নিরব মনোঃকষ্ট আমাদের শক্তি
হারতে শিখিনি,জিতে যাই যুগ থেকে যুগান্তরে ।


নন্দিনী লুইজা
শিক্ষক, লেখক গবেষক ও প্রকাশক
বর্ণপ্রকাশ লিমিটেড