আগড়তলায় আমরা বাংলাদেশ


আগড়তলার ত্রিপুরা রাজ্যে এসেছিলাম
সহজ সরল মনমুগ্ধ  স্নিগ্ধতায় মানুষের
মনে ঠাঁই করে নিয়েছো ভালোবাসায়।
ছোট তোমাদের সীমানা তাকে ছাপিয়ে
আমাদের করেছো আপ্যায়ন সমাদর
কম কিসে আমরা আমাদের আপন
দেখিনি তোমাতে আমাতে পার্থক্য।
বাংলাতে কথা বলি, বাংলা ভালোবাসি
প্রকৃতির রূপে তুমি অন্যন্যা অপরূপা,
নীর মহল এতো ঐশ্বর্য কোথায় পেলে
দেখে মনে হয়েছে যে কারিগরে তৈরি
তাঁদের স্হাপত্যে  রাজার  রুচির পরিচয়।
আজ‌ও অমনি অমর অক্ষয় শুভ্রতায়
চিরিদিকে জলরাশি মাঝে সাদা দালান
মায়াবী মহিমায় আচ্ছন্ন করেছে আমায়।
যুগে যুগে হৃদয়ের মনিকোঠায় সমুজ্জ্বল
আমাদের কাছে অন্যমাত্রা আগড়তলা
বঙ্গবন্ধুর সাথে মুক্তিযুদ্ধের সাথে একাত্মা।
ভুলে গেলে নিজেকে ভুলি,তা হবার নয়
বারে বারে আসিব ভালবাসার আলিঙ্গনে।


০৬/০৬/২০২৩
নন্দিনী লুইজা (আগড়তলা থেকে কলিকাতা)
শিক্ষক, লেখক, গবেষক ও প্রকাশক
বর্ণপ্রকাশ লিমিটেড , বাংলাদেশ