আকাশ  ও  নদী


১.এখানে কাঁটাতারের বেড়া
পথিক তুমি এসো না
বেড়া টপকাতে গিয়ে কাঁটা তারে
আঘাত পাবি তুমি
সেই আঘাতে আমিও ক্ষতবিক্ষত হব
তার চেয়ে এই ভালো
কাঁটাতারের বেড়া কে উপড়ে ফেলে
নিজের মনের জানালা খুলে দেই
মুক্ত বাতাসের ঝাঁপটায়
আমাকে তোমাতে একাকার হ‌ই।


২.এভাবে ডাকো কেন আমি স‌ইতে পারিনা
শত কাজে ভুলে থাকি প্রেম লীলা খেলা
জাগাতে চাই না ঘুমন্ত দুষ্টপনাটার খুনসুটি
একাকী বাতায়নে বসে কোকিলের কুহু সুরে
তোমার হৃদয়ে মৌমাছি গুনগুনিয়ে রায়
পত্র পল্লব বিথীকায় নানান ফুলের সমারোহ
কোন ফুলটি তুলে এনেছো গুজবে খোঁপায়
চারিদিকে প্রবল বেগে ঝড়,যেমন তোমার মনে
নদীর উত্তাল ঢেউয়ে নৌকা পাল তোলে
আকাশে মেঘের ঘনঘটা চন্দ্র ডুবে গেছে।


২১/০৫/২০২৩
নন্দিনী লুইজা
শিক্ষক লেখক গবেষক ও প্রকাশক
বর্ণপ্রকাশ লিমিটেড