একটা সূর্যের জন্য প্রত‌্যাশা-


নারীর উর্বরতা, নারীর বেড়ে ওঠা, নারীর উৎকর্ষতা, নারীর মহিমা কোন কিছুকেই স্বীকৃতি দিতে বড়ই কষ্ট।
কি আর করা এখানে সেখানে খোঁজাখুঁচি ,কথার ঝুড়ি
কোথাও কোথাও কানাকানি এতেই যদি পরিতৃপ্ত হও
তাতেই বা কি আসে যায়, যার কাজ সে করবে
পাছে লোকে কিছু বলে এই নগ্নতা ঝেড়ে ফেলে সম্মুখে   এক চুলও নড়বে না অকারণে, তোমার কথাই ফিরে যাবে আবার তুমি তা গলার্ধকরণ করে হজম করবে কি করে?
পোড়ার দগদগে যন্ত্রনায় পাড়াপড়শির ঘুম হারাম!!
  ডাক্তার, কবিরাজ, বৈদ্য দেখাও রোগ  সারবে কিসে
    গঙ্গায় ডুব দিয়ে স্নানে শুদ্ধ হয়ে, নিজেকে পবিত্র করো
শরীরের পাক-পবিত্র যাই করো না কেন, মনের পবিত্রতা প্রয়োজন শিক্ষা দীক্ষা  কাগুজে নয়-
বিদ‌্যালয়ে ঠিকই দীক্ষায় দীক্ষিত শিক্ষায় শিক্ষিত হয়েছে কজন বলতে পারো মানুষ তো মানুষের ,বন্ধু তো বন্ধুত্বের।  
প্রতিদান পেতে চাও, দেওয়ার জন্য সৃষ্টিকর্তা হাজির মানুষের কাছে প্রতিদান নাও পেতে পারো, তা নিয়ে- নিজের মনের মধ্যে আস্ফালন করে কিবা লাভ বল, এখানে সেখানে যত্রতত্র অপমান মনে রেখো এর উত্তর   পাবে সমান সমান, লাগবে না কোন আচার অনুষ্ঠান।
বিচার, আইন, আদালত সব ঠিকঠাক, এজলাসে
নিজের আইন নিজের কাছেই ফিরে আসবে বিশুদ্ধ পবিত্রতায় অঙ্গীকার নামায়।


২৩/০৩/২০২৩
নন্দিনী লুইজা
শিক্ষক, লেখক, গবেষক ও প্রকাশক
বর্ণ প্রকাশ লিমিটেড