আমার ভাবনায় রবি ঠাকুর


রবি ঠাকুর তুমি সৃষ্টি করেছো
শেষের কবিতার অমিত লাবণ্য
রবি ঠাকুর তুমি তের চৌদ্দ বছরের বলাই
এই বয়সটা সমাজের কাছে আপদ বালাই।


চৌদ্দ সাল কবিতায় লিখেছিলে
শতবর্ষ পরে কৌতুহল বসে
কবিতা কী কেহ পড়বে
রবি ঠাকুর তুমি মানুষের মানসী
রক্ত করবীর নন্দিনী


দেখে যাও তোমার গল্প  কবিতা উপন্যাসে
ছেয়ে গেছে বাংলার এপার ওপার
যুগ যুগ পরেও তুমি তরুণ প্রেমিক হয়ে
বেঁচে থাকবে অনেক রমণীর হৃদয়ে।
রবি ঠাকুর তুমি সৃষ্টি করেছো


বাংলার ঘরে ঘরে হাজারও হৈমন্তী কাঁদে
তাদের মুক্তির পথ দিশারী করে
তুমি দিয়েছো শিকল খুলে।
রবি ঠাকুর তুমি সৃষ্টি করেছো
শেষের কবিতার অমিত লাবণ্য


১২/০৫/২০২৩
নন্দিনী লুইজা