অনু কাব্য-১


সময়ের ব্যবধানে চলে যেতে হবে ঠিকই
রেখে যাবো এই ধরা তলে ঘাম ঝরা বৃষ্টি ,
বিশ্ব চরা চরে যা কিছু সত্যি, যা কিছু অর্জন
থেকে যাবে বিশ্ব ব্রহ্মাণ্ডে, আপন মহিমায়।


রাতের গভীর অন্ধকারে ভদ্র বেশে
কালো মুখোশ পরে শস্য ভান্ডার
লুটপাট করে , সাবাড় করে
আবারো বসে রাজত্ব চালায়-
দিনের আলোতে.....


২০/১০/২০২৩
নন্দিনী লুইজা
বর্ণপ্রকাশ লিমিটেড