অণু কথামালা-৩১


১.ভালোবাসার ভিক্ষুক
  দ্বারে দ্বারে মাগী
ভালোবাসার ফুল ঝুরি কিনে
ফিরি আমার‌ই বাসর ঘরে


২.ব্যথিত মন কোথায় যাস
ফিরে আয় ফিরে আয়
এখানে আসন পাতা আছে
ভালোবাসার সুখের বাসর
মুখোমুখি বসিবারে চাই
তোমাতে আমাতে
আপনা ভোজনালয়ে।


৩.বিবেককে প্রশ্ন করি
কে তুমি, কি চাও ?
বিবেক হেসে কয়-
আমি তো তোমার
মাঝে বাস করি,
তুমি যেমন চালাও
তেমনি চলি।


৪.গলা চিপে ধরলে কেন
সত্য বলতে দাও
মিথ্যা বললে খুশি হবে
না পারব না,যত‌ই কর তালবাহানা
সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়ে
নিজে ধ্বংস হবে
পাশাপাশি ধ্বংস হবে
ভালোবাসার ময়ূরপঙ্খী।


৫.সীমার মাঝে অসীম তুমি
দুঃখ, কষ্ট, সহ্য করে করেছো রচনা
অমর কবিতা" বিদ্রোহী " তা মুখে মুখে
যুগে যুগে অন্যায়ের প্রতিবাদ জানাবে
হে কবি তুমি বেঁচে থাকবে
সাধারণ মানুষের অন্তরের অন্তরে।


নন্দিনী লুইজা