অনু কথামালা-৩৩


১. দারচিনির দ্বীপ আছে কিনা জানিনা
  তবে এর সুগন্ধি মিলিয়ে যায়,
তৃপ্তির ফানুস উড়ে মানুষে মানুষে,
জীবনে জীবনে।


২.বোকার রাজ্যে আমার বসবাস
সবাইকে বোকা ভাবা
আরেক ধরণের
বোকার রাজ্যে বাস করা
তাহলে চালাক হ‌ওয়ার জন্য
কোথায় প্রশিক্ষণ নেই বলতো দেখি??


৩.গাছের নিচে বসে পথিক
   ক্লান্তি নিবারণ করে
তৃষ্ণার্ত হৃদয় পানি খোঁজে
আমার এ মন তোমাকে চায়
ভালবাসার বাসনায়।


৪.বলতে পার আকাশ কেন নীল
বলতে পার নদীতে কেন নৌকা চলে
বলতে পার আমার মনে ঝড় কেন ওঠে
থেমে যাবে ঝড়, বৃষ্টি ,বাদল, মেঘমালা
নদীতে পলি জন্মায় অরণ্যে সবুজের ছায়ায়
অঙ্গনারা ঘর বাঁধে পল্লব বীথিতে।


১২/০৬/২০২২
নন্দিনী লুইজা
বর্ণ প্রকাশ লিমিটেড