ব্যক্তিত্বের প্রতি ভালোবাসা


দেখতে দেখতে আমার চোখ মন এক হয়ে তোমাকে খোঁজে ,
পড়াতে মন বসে না তোমার কথা তোমার চলাফেরা সবকিছুই মনে হয় একটা মায়ার ছন্দ, যাদুকরী অনুভূতি ।
আচ্ছা এখানে একটি গাছ  চারিদিকে তার পত্র পল্লব
সেই গাছে সবাই তো বিশ্রামের জন্য, অনুভূতি ব্যক্ত করার জন্য ,
ভালোবাসার কথা বলার জন্য একটুখানি হলেও তো দাঁড়ায়,
মুক্ত বাতাসে নিজেকে হারিয়ে ফেলি, তোমার ভাবনায় ।

তুমি যদি গাছ হ‌ও তাহলে গাছের ছায়ায় মন দেয়া নেয়া,
যদি ঘটে যায় তাহলে কি খুব দোষ হবে, জানিনা  সমাজ
হতে পারে মুশকিল কিন্তু তোমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে - হারিয়ে ফেলবো নিজেকে যুক্তির বেড়াজাল মানবো না ।


সমুদ্রের পাড়ে একলা হাঁটি, সমুদ্রের গর্জন, নোনতা পানি  পায়ে আছড়ে পড়ে, আকাশে পূর্ণিমার চাঁদ মায়াবী স্বপ্ন
তখন তো মনে হয়নি এই চাঁদ ডুবে যাবে, ভোরের আকাশে সূর্য উঠবে, ভেবেছিলাম অনেকটা কাল এই সময়টা সত্যি
বেঁধে রাখবো , কিভাবে যে সব কিছু সমুদ্রের মতো উথাল পাতাল করে আমাকে স্পর্শ করে গেল, এখন আমি বুঝি তোমার ভালবাসা ব্যক্তিত্বের কাছে আমার হৃদয়ের গভীরে অনন্তকাল ধরে বাস করবে ভালবাসার অচিন পাখি।


৩০/০৫/২০২৩
নন্দিনী লুইজা
শিক্ষক, লেখক, গবেষক ও প্রকাশক
বর্ণপ্রকাশ লিমিটেড