ফাগুনের হাওয়া


বিদগ্ধ হৃদয়ে ফাগুনের হাওয়া
কখনো এসে উকি দেয়,কি জানি
শত কাজের ভিড়ে প্রকৃতির খেলা
ভুলতে বসি বারে বারে, এবার‌ও
ব্যাপ্তি ঘটেনি আগেই মতো।
তবে প্রেমিক প্রেমিকা ভোলে না
তাই তাদের ভালোবাসার খেয়ায়
পালতোলা নৌকা উজানে নোঙর,
ঘর বাঁধার প্রত্যয়ে মুখোমুখি দাঁড়ায়
বসন্তের নানা রঙের প্রজাপতি ওড়ে
এবার বিশ্বাসের ঘরে ফাগুনের হাওয়া
দোলা দিয়ে যায়, ফিস ফিস করে বলে
ওগো কপোত কপোতী তোমাদের
ভুলতে পারি না,তাই বারেবারে ফিরি
তোমাদের ভালোলাগা ভালোবাসার
বাতায়নে বসে সুখ দুঃখের খুনসুটি
বন্ধনের ভিত দৃঢ় থেকে দৃঢ়তা হোক।


১৩/০২/২০২৩
নন্দিনী লুইজা
শিক্ষক, লেখক, গবেষক ও প্রকাশক
বর্ণ প্রকাশ লিমিটেড
স্টল ১৭৫ সোহরাওয়ার্দী উদ্যান