ঈশ্বরের দেখা মেলে অন্তরে


পিঞ্জরে খাঁচার মধ্যে নাকি বাস করে আত্মা
সেই আত্মার ধুক ধোকানি নিয়েই চলে
আমাদের তাবত দুনিয়ার বাহাদুরি।
যখন সৃষ্টিকর্তার ইশারায় পরান পাখি উড়ে যায়
তখন মানবজমিনে থাকে পড়ে নিথর দেহ ।


সৃষ্টিকর্তাকে পাওয়া এতই  তাহলে সহজ
যে কেউ অনুসন্ধান করে তার খোঁজ পেতো
আত্মার তীব্রতা হৃদয়ে, হৃদয় মিলে অন্তরে
ঈশ্বরের দেখা মেলে জনম জনম পরে।

ধ্যানে, জ্ঞানে, মনে ঈশ্বরেরকে পাওয়া ঠিক
তাই তো মানুষের  মাঝে আজ‌ও চলে,
ভক্তি, অর্চনা, প্রেম, প্রীতি, ভালোবাসা
যদি সৃষ্টিকে ভালোবাসো, বিশ্বাস কর অন্তরে
তবে ঈশ্বর, ভগবান, আল্লাহ যাই বলো
তাঁর সাথে তোমার দেখা, তোমার পাওয়া
হতেই হবে এই জনমে না হয় অন্য জনমে।


নন্দিনী লুইজা
১৪/০১/২০২৪