মানুষ করেছে পরাজয়


গাছে গাছে ডালে ডালে বসে
পক্ষী  মনের সুখে গান গায়
দায় দায়িত্ব থাকে না বলে -
মানুষের-গান, কবিতায়  ঠাঁই পায় ।
যদি থাকতো পাখির কোনো দেনা
মানুষের সাথে হতো না তার দেখাশোনা ।
বিনোদনের সুর তুলে মানুষের চিত্তে
প্রেম, ভালোবাসা, আনন্দ জাগে
পাওয়া না পাওয়ার রোষানলে পরে
মানুষে মানুষে সংঘাত বাঁধে।
পাখিতে পাখিতে কিচিরমিচির শব্দ
,আহা মানুষের চিত্তে দোলা জাগায় ।
আমরা  মানুষ বড়ই পাপী তাপী
ক্ষমা করি নাকো ,জাত,ধর্ম যায় যাক।
কথার অস্ত্র দিয়ে ব্যাবচ্ছেদ করি
মৃত্যুর আগাম দূত নিয়ে হাজির করি।


২০/১০/২০২২
নন্দিনী লুইজা
বর্ণ প্রকাশ লিমিটেড