সাজেকের সৌন্দর্য আমাকে স্বপ্নেই টানে


বিস্তৃত সবুজ প্রান্তর মাঝখানে এঁকে বেঁকে চলছে রাজপথ
দূরে বহু দূরে ছোট ছোট পাহাড়ের মত মনে হয় ঘন অরণ্য
কাছে গেলে দেখা যায় কি বিশাল পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে।
নিজে যেন ওই পাহাড়ের কাছে খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর
সাজেকের নয়াভিরাম সৌন্দর্য দেখতে বড়ই মন চায়। এবার যাব ঠিক,তোমার সাথে, তোমারই হাত ধরে হাঁটবো
যেখানে পাহাড় ভেঙে উপরে উঠতে হয়, খুব সাবধানে।


হলো না, হলো না স্বপ্নপূরণ,সাজেক স্বপ্নই রয়ে গেল,
আমি স্বপ্নের মধ্যে সেই পাহাড়ে লাঠি ভর দিয়ে দিয়ে তোমার পিছু পিছু উঠি, সূর্যোস্ত দেখি, রঙিন প্রজাপতি,
মেঘের লুটোপুটি দেখি, দেখি প্রকৃতির অপার সৌন্দর্য।


তুমি ঐ পাহাড়ে বসে উদাসী নয়নে তাকিয়ে থাকো প্রকৃতির সঙ্গে আলাপন করে আমারই কথাই ভাবছো।
এ যাত্রায় নাইবা হলো, কখনো সময় হবে কোন শুভক্ষণে  দুজন মিলে ওই বাঁশের কুঠিরেতে বসে প্রেমের আলাপন সময়ের ব্যবধানে খুব কাছাকাছি এসে দুজন দুজনকে
খুব আপন করে ভালোবেসে কাছে টেনে নেব, আলিঙ্গনে।


০৪/০২/২০২৪
নন্দিনী লুইজা
শুভ্র রেজার নদী