স্বাধীনতা তুমি কোন আকাশের তারা


তোমার বোঝা তোমাকেই ব‌ইতে হবে
সকাল বিকাল অহর্নিশি  রাত
অরণ্যের রোদন করে কি করবে বল
অস্ত্র বিহীন যোদ্ধা গুলি খেয়ে কাতরায়
আমার অবস্থাও তাই,অর্থ ,বিত্ত বৈভবের
ভাবনায় না থেকে মানবের কল্যাণ
বর্তমান সভ্যতায় পাগলের  প্রলাপ ।
এক অদ্ভুত পৃথিবীতে আমাদের বসবাস
তাই বারংবার ভাগ্যের দোষ দিয়ে
মানসিক প্রশান্তির পথ খুঁজি আপনারে ।
"নিজের মনে না মানি ক্ষয়" এই ব্রত
সেই কবে শিখেছিলাম,আজ কেন
ভুলে ভরা মিথ্যা পৃথিবীতে শুভংকরের
ফাঁকি, ভেলকি বাজি আর মনুষ্যত্বকে
ছিঁড়ে টুকরো টুকরো করে পোস্টমর্টেমে।
এরপরও শেষ হয় না রক্তের পিপাসা
এই জঞ্জাল, পঙ্কিলে  নর্দমা ভরা পৃথিবীতে
বিশুদ্ধ বাতাস আসে না দক্ষিণা বাতায়নে,
তারপরেও বেলাভূমিতে স্বপ্নের আবাস
প্রশান্তিতে ঘুমাতে চাই এই বাংলার মাটিতে।


৩১/০৩/২০২৩
নন্দিনী লুইজা
শিক্ষক, কবি, গবেষক ও প্রকাশক
বর্ণ প্রকাশ লিমিটেড