শোক করতে চাই না, শক্তি জোগাই প্রাণে


রাজনীতির ডামাডোল বন্ধ হবে কবে কেউ কি তা জানে একের পর এক অন্যতম ঘৃণ্য ঘটনা এই মাটিতেই ঘটে আগস্ট মাস বাঙালি জাতির শোকের বেদনা ভারাক্রান্ত
কলঙ্কের ইতিহাস জঘন্য ট্রাজেডি ঘটে বাংলায় বারেবারে।


১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করে শান্ত নয় দেশ
২১ আগস্ট গ্রেনেড হামলা ভয়াবহ হত্যা এবারের টার্গেট চেয়েছিল জননেত্রী শেখ হাসিনাকে পিতার পথে নিতে ।


১৫ আগস্টে ১৮ জনের করুন মৃত্যু বেদনার করুণ সুর
২১ আগস্টে ২৪ জনের মৃত্যু কষ্টের চাহনি রক্তের বন্যা
নেত্রীকে রক্ষা  দৈবাত শক্তি,উপরের মালিকের ফায়সালা
দেশে এমন নেতা-নেত্রী আছে বলেই বাংলার জয় মালা।


আমরা তোমাদের ভুলবো না দেশের জন্য আত্মত্যাগ বাংলা মায়ের দামাল জনগণ ওরা জেগে উঠবে আজকে
বাঁচাবে দেশ, রাখবে মান,কলঙ্ক ঘুচে যাবে,বাংলার মাটিতে
সব শোক  আজ শক্তিতে পরিণত করে দেশটাকে গড়তে।


২১/০৮/২০২৩
নন্দিনী লুইজা
শিক্ষক লেখক গবেষক ও প্রকাশক
বর্ণ প্রকাশ লিমিটেড