আবার আসিব ফিরে
আপন গহন ঘরে
এই স্বপ্ন নদির তীরে।


হয়তো বা ভিখারী,
হয়তো বা পথিক,
কোন পথচারীর বেশে।
শুধু তোমাকে ভালবেশে,
আমার হৃদয় ভ'রে।


ছলনার অগ্নিশিখায়,
মায়া মমতার প্রলুব্ধতায়,
নিঃসঙ্গতার বারী সিঞ্চনে,
অজানা কোন রক্ত লেখায়।
কোন মহামারীর বেশে।


অগাধ অশ্রু জলে,
ক্ষণিক আলপনার মত।
ঝরা বৃষ্টির ত'রে-
সোনালী রোদের অসহনীয়তায়,
কোন অহমিকার সুরে।


মরা কান্নার ব্যথিত হতাশে,
লুণ্ঠিত কোন ধনের আশায়।
অতীত স্বপ্নের অগ্নিপরশে,
অজানা কোন ব্যর্থতায়।
কোন অশরীরীর বেশে।


আবার আসিব ফিরে
আপন গহন ঘরে
এই স্বপ্ন নদির তীরে।


*******************
বিঃদ্র ঃ- শুভবুদ্ধিসম্পন্ন প্রিয় পাঠক এবং কবি বন্ধুগণ। শব্দ চয়ন এবং তার প্রয়োগ কবির সতন্ত্র বৈশিষ্ট এবং অধিকারও।


বিখ্যাত এবং নমস্য কবি জীবনানন্দ দাশের " আবার আসিব ফিরে" কবিতাটির অনুকরণে আমি এই কবিতাটি আমার মত ক'রে  তুলেধরেছি।তাই কবিতার নাম এবং প্রথম লাইনটা অপরিবর্তিত রেখেছি। আশা করি ওঁই নমস্য এবং আমার অত্যন্ত প্রিয় ব্যক্তির সঙ্গে আমার এই অতি ক্ষুদ্র কবিত্ব গুলিয়ে ফেলবেন না।


অনুকরণের সাহসিকতা এবং ধৃষ্টতা মার্জনীয়।