অগ্নিভা ,
মা-আমার-
এলে সোনার কোলে,
অনেক কষ্টে বুকের মাঝে
নয় মাসটি ফেলে।


আশার পরী হলে তুমি
ভোরের আলোই মিশে,
মায়ের চোখের জল মুছিয়ে
অনেক দুঃখের শেষে।


ঘুমিয়ে আছো আঁচল ত'লে
মাতৃ সুধা পানে,
নাড়ীর টানে মা তোমায়
বক্ষ মাঝে টানে।


মা তোমার জন্মভুমি
পিতা জন্মদাতা,
সবকিছু ফিরে পেলাম
দুঃখের ঘরে কাঁটা।


পিতার চোখে নীরব ভাষা
বহু দুরের পানে,
ঘুচলো আঁধার মায়ের বুকে
তোমার আলিঙ্গনে।


ছোটো তুমি বুঝবে নাকো
আমার সোনার অগ্নিভা,
পিতা তোমার অনেক দুরের
যাবে নাকো ছোঁয়া।


পাবে তুমি আমায় যে'নো
ছায়ার মতো পাশে,
একটু তফাৎ হিয়ার মাঝে
তোমার ত'রে কাঁদে।


আমার তুমি প্রাণের ধন
আমি তোমায় ভালোবাসি,
ইচ্ছে করে তোমায় নিয়ে
মুখে ভরাই হাসি।


অঙ্গিকারে বদ্ধ আমি
হাতে পায়ে বেড়ি,
মায়ের সুখের রক্ত গোলাপ
ছিঁড়তে নাহি পারি।


মন যে তবু বাগ মানেনা
কঠিন পদাঘাতে,
তোমায় নিয়ে বাঁচতে চায়
আঁধার পথের বাকে।


বাঁচবো আমি তোমায় ঘিরে
সকল দুঃখের পরে,
বুকের ত'রে রাখবো ধরে
আপন  গহন ঘরে।


গাইবে তুমি ভোরের পাখি
ভোরাই সুরে গান,
তোমার ডাকে ভাঙবে যে ঘুম
সুমধুর কলতান।


আঁধার ঘরে চাঁদের আলো
ভরবে তুমি মা,
হৃদয় মাঝে থাকবে তুমি
শুধুই,আমার অগ্নিভা।


*******************