ধিক্ ধিক্ ;
শত ধিক্ তোমায়।
কি ছিল মোর দোষ ?
তারি লাগি এতো আক্রোশ!
মোর- ছিলনাতো-
ক্রোধ,এতটুকু অভিমান।
তবে কেন ?
কেন তারি বায়-
ঢালিয়াছো এমন রোষ!
আপশোষও শেষে,
মণিহারও বেশে,
ঘিরিয়াছো-
মোর-মন ময়।
আঁখি পানে চায়
মোরে-,প্রশ্ন জানায়-
নীরবে চাহিয়া রই।
দিবানিশি জাগে
ভাবনারা ভাবে-
হারিয়ে স্মৃতির তলে।
আবেগের বশে,
ছলনার কাছে,
দানিয়াছি শির আজ,
চাতুরির কোলে !
হায়! হায় !ছলনাময়ি-;
সত্যের সাবিত্রি,
ধিক্কারে তব জানাই বিদায়-
ধিক্কারে তব করি নমস্কার।


**************