একবার একটি প্রশ্ন ক'রেছিলাম আমি-
একজন মহান ব্যক্তিকে। (বর্তমানের এক মহান ব্যক্তি)
আচ্ছা ! মানব জীবনের সার্থকতা কি-,
আমাকে একটু বুঝিয়ে বলবেন ?


লোকটি চমকে উঠেছিল।
আমার আপদ-মস্তক-
একবার মাত্র দেখেছিল,
একজন নিপুন শিল্পের হাতেগড়া,
পুতুলের মত নিখুঁত ভাবে।
তারপর, চোখ ফিরিয়ে নিয়ে-
নিরুত্তর থেকে বলে উঠেছিল,
আজ তাহলে আসি, কেমন !


আমার চেনা মহল-
এক নিমেষে গিয়েছিল হারিয়ে।
আহত হয়নি ;
গভীর উৎকণ্ঠায় অবাক হয়ে,
অপলকে তাকিয়েছিলাম আমি-
প্রত্যুতরের আশায় ।


হতাশায় মচকালেও-
একেবারে ভেঙে পড়িনি।
দৃষ্টিকে তীক্ষ্ণ ক'রে নিক্ষেপ করেছিলাম
মহান কর্তার ,
মহানুভবতার প্রস্থান উদ্দত পথের দিকে।


পথক্লান্তে ভুল ক'রে,
দু-বার মাত্র তাকিয়েছিলেন পিছনে।
আমি স্পষ্ট লক্ষ্য করেছিলাম-
তাঁর সেই শ্যেন দৃষ্টির নিঃসপলক নেত্র।
ক্ষিপ্রতার অন্তরালে যা পরাজয়ের গ্লানি।
আনন্দে আমার বুক সির সির ক'রে উঠেছিল।
চিৎকার ক'রে বলেছিলাম- পেয়েছি' ;
হ্যা, আমি আমার উত্তর পেয়েছি।


মনুষ্যত্বের অন্ধকারে বিষাক্ত কীটের ছোবল,
মুখাভিনয়ে স্বার্থের খাতিরে,
শোষণের মালায় সুসজ্জিত আহ্বান।
অনাদরের গ্লানিতে নারীত্ব বশীভুত।


এটাই বর্তমান মানব জীবনের সার্থকতা।
তাই-না ? বন্ধু !