নয়ন জোড়া-
নয়ন জোড়া দুটি বড় সুন্দর।
সেই নয়ন জোড়া,
যেখানে কালো পাহাড়ের ঝর্নায়,
শুভ্র অশ্রু ঝোরে পড়তো।
আর থেকে থেকে সোনালি ঘাসের-
নরম পাপড়ি গুলো-
কেঁপে উঠত অজানা শঙ্কায়।
সেই নয়ন জোড়া।


দেখতে ভারি সুন্দর লাগত আমার।
ভাবতে ভাবতে যেন হারিয়ে যেতাম,
যে কিনা একদিন আমার হ'তে চেয়েছিল।


সেই নয়ন জোড়া-
যার আসমানি পাপড়ির ফাঁকে-
মাঝে মাঝে ফুটে উঠত,
ভরা পূর্ণিমার রূপালী চাঁদ।
স্বচ্ছ ব'লেই মনে হয়েছিল সেদিন,
কলঙ্ক খুঁজে দেখিনি কোন।
উজ্জ্বলতার সাক্ষী হয়ে বিরাজ করত সর্বদা।
আঁধারের চিহ্নমাত্র ছিলনা-
সেদিনের সে অহমিকায়।


রঙিন ঘনঘটার আঙিনায়,
ধুলো ভরা পথও মনে হয়েছিল মসৃণ।
অবসাদ আসেনি কোন চলার পথে।
স্বপ্ন দেখেছিলাম হরেক,
আপন করেছিলাম মন কে।
নিঃসঙ্গতা হয়েছিল প্রবাসী,
বিদায় নিয়েছিল নিঃশব্দে,
ভয় পেয়েছিল নয়ন জোড়া কে।


সেই নয়ন জোড়া-
যার আসমানি পাপড়ির পলকে
ঝ'রে পড়তো হাসির রূপ কথা।
আর তার অহমিকা গুলো
ছড়িয়ে পড়তো দূর আকাশের কিনারে।
যার ছোঁয়া পেতে গেলে
খুঁজতে হত সেই ঝর্নার উৎস।
যা কিনা অল্প একটু হাসির মত লেগে থাকত-
নয়ন জোড়ার আসমানি পাপড়ির ফাঁকে।
যার ঠিকানা-;
আমি ছাড়া কেউ জানত না।


সেই নয়ন জোড়া-
যে কিনা একদিন আমার হ'তে চেয়েছিল।


***********************
বিঃদ্রঃ - প্রিয় আদরের পাঠক-পাঠিকা এবং কবি বন্ধুগন, সকলকে জানাই "Be lated - HAPPY NEW YEAR -throughout the year - 2014". আজ অনেক দিনপর আসরে আসার সুযোগ পেলাম।পুরানো আর নতুন বন্ধুদের সানিধ্যে মন আনন্দে ভরে উঠল।
যদিও কবিতা কিছুই লিখতে পারেনি, তাই পুরানোদিনের লেখা কিছু আগোছালো মনের কথাই শেয়ার করলাম।   সবাই ভালো থাকুন।