কেউ ক্থা রাখেনি-
না! তুমিও না ।
রাস্তার এক হেজি পেজি রিফিউজি -
সেদিন বলেছিল,
আট আনা দে বাবু,
তোর ভালো হবে ।
সেদিন আট আনার বদলে
ষোল আনায় দিয়েছিলাম আমি ।
কিন্তু কই! আলোতো জ্বললোনা ।


রঙ্গিন বসন্ত জাগরিত হয়েছিল মনিকোঠায়।
আবার অস্তোও গেলো।
সেই ব্সন্তের উজ্জ্বল আলোয়,
চিনতে পেরেছিলাম নিজেকে।
হঠাৎ প্রত্যাবর্তনে,
কেমন যেন দিশাহারা হয়েগেলাম।
যাওয়ার বেলা সূর্য উঠেছিল।
কিন্তু প্রস্তাবিত মুহূর্তে,
সে গেলো হারিয়ে।


কত খোজার চেষ্টা করলাম
কিন্তু পারিনি।
নেমে এসেছিল অন্ধকারের ছায়া।
আমি পারিনি,
আমার যাওয়া কে থামাতে।
ও দিকে যে ডাকছে,
ধুনুন্ধার নিয়মের বেড়া জালে আবদ্ধ-
সময় এর প্রদীপ শিখা।
তাই যেতেই হল অন্ধকারে।


কেউ কথা রাখেনি,
না!তুমিও না ।


*********