জীবনের এই সবুজ ক্ষেতে
সঙ্গী বিহীন মনটি নিয়ে,
চলব আমি একলা হয়ে
উদাস বনের পাশটি বেয়ে!


পান্থ সেথা বলবে ধীরে
ক্ষনেক শোন হেথায় থামি,
অদুরে ঐ মাঠের পরে
যেও নাকো পাহাড় নামি!


যে যাই বলে বলুক লোকে
শিরা ফোলা ময়লা চোখে,
বাঁধন হারা নীড়ের মত
ভাঙব না শীর করতে নত!


জানি আমি তোমাই পাবো
সাহারার ঐ বুকটি চিরে,
পায়ে চলা শ্রান্ত পথিক
দেখবে সবাই আমায় ফিরে!


সপ্ত সাগর দুরের পারে
যাব আমি তোমায় পেতে,
চঞ্চল সব মানুষ যত
ভাববে কত আমায় ঘিরে!


স্বজন হারা হৃদয় মাঝে
দুঃখ কিবা কোন যুদ্ধ সাজে,
কেউ কি মোরে বলতে নারে
ঠিকানা কোন তোমার পারে!


যা কিছু সব অন্তহীন
হৃদয় মাঝে ছিল সে লীন,
থাকনা সে হৃদয় কথিত
ভুলব নাকো মোর অতীত!
***********************