ভোরের আলো উদয় হলো
  অন্ধকার সব ঘুচে গেল।
   রবি মামা ফিরে এলো
   আশার আলো নিয়ে।


পাখিরা সব গাছে গাছে
গান গেয়ে যায় নেচে নেচে।
কোকিল পাখি কুহু সুরে
ডাক দিয়ে যায় গাছের মোড়ে।


নতুন গাছে নতুন ফুলে
হাওয়ায় দোলে মাথা নাড়ে।
সোহাগ ভরা গন্ধ তাদের
জুড়িয়ে যায় প্রাণ মোদের।


এমনি ভাবে যায় কেটে
বেলা যখন সাড়ে পাঁচটে।
রবি মামা নিভে গেলো
অন্ধকার আবার ঘনিয়ে এলো।


          ****