পূর্বের তেঁত্রিশ কোটি দেবতা,
আজ একশ ‘তেঁত্রিশ কোটি’রও অধিক-
বসে একমনে ভেবে দেখো তা।
খুঁজেও দেখো তার বেঠিক-সঠিক।  
তাদের বেশিটা কর্মী, বাকিটা নেতা।  
উচ্চ আসনে তাদেরই ‘নিয়ন্ত্রণ’ বাতিক।  
বাকি সকলকেই তারা ভয়বিমিশ্র ছলে-      
গিরগিটির মত কলা-কৌশলে, রেখেছে-  
গোপনে স্বার্থ পূরণের ছবিটাও এঁকেছে,
পিষেই চলেছে আপন,‘চাতুরী’র কলে।
সবাই আমরা দেবতা; তবু কেন ?
বিভেদ চক্রে এমন খন্ডিত হেন !  
তবে কি তাদেরই তৈরী কৌশল-কড়াতে-
বহুখন্ডিত হতে হবে চিরকাল,
আমাদের হাতে উঠবেনা কভু -
ধারালো অস্ত্র, ঢাল কিম্বা তরোয়াল।
তবে তো আমরা ভীরুতায় আশক্ত!
নতশিরে মানছি, তাদেরই পরম ভক্ত
এমন ভাবেই যদি যায়, সূর্য অস্তাচলে-
অঁধার নামলেই যাবো আরও অতলে,  
আগামীর বার্তায় সেই কথা বলে ।