আমি হাসলে, তোমার হাসিতে বক্রতা দেখি!
আমার হাসি তোমায় বিষন্নতা আনে, সে কি!
এই জন্মভূমি আমার তোমার দুজনের-ই মা!
একের আঘাতে ব্যথাটা দু-য়েরই অনুভবে না?
তবু আচরণে মনুষ্য-মাঝে এমন কেনবা হয়!  
“জীবে প্রেম” কি তবে ওই গ্রন্থ মাঝেই রয়?  
মানুষ কি তবে সভ্য যুগের বার্তাবাহক নহে?
“মানুষের তরে মানুষ” গুণি-জনে কেন কহে?
একের অভাবে অন্যের প্রাণটা, কাঁদেনা কেন?
নিজের কারণেই নিজেরা অন্ধ, স্বার্থপর যেন।
মানুষ জাতির কলংক আমরাই, সভ্য সমাজে,
বৃথাই অহংকার করি মোরা, সভ্যতার সাজে।  
একের পাশে অপর দাঁড়ালেই; সভ্যতা মানায়,
নহিলে হুড়মুড়িয়ে ভাঙবে সব, স্বার্থের হানায়।