আজ কবির ছড়াছড়ি,
তাই খাচ্ছে গড়াগড়ি।  
ছিল না আগে এতো!  
তখনই সম্মান পেতো।
আজকের কবিতাগুলি,
গদ্যের শীর্ষকেই তুলি,
দেখাতে চায়ছে নাচ,
বিকাতে চায়ছে ছাঁচ,
পাচ্ছে আগুনের আঁচ,
ব্যর্থ সে কাতল মাছ।
ছুটছে এপ্রান্ত ওপ্রান্ত -
খাবিখেয়ে শেষে ক্লান্ত।